E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে টেন্ডারবাজি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ ,আহত ৭

২০১৫ মার্চ ২৪ ১৭:১৬:১৯
যশোরে টেন্ডারবাজি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ ,আহত ৭

যশোর প্রতিনিধি : যশোরে টেন্ডারবাজি নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রায় ১৫টি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। বোমার স্প্রিন্টারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর এক ছেলেসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ছিল শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৯ কোটি টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষ দিন। কাজ পাওয়ার জন্য আওয়ামী লীগের দু’পক্ষ সকাল থেকে শিক্ষা ভবন এলাকায় অবস্থান নেয়। এক পক্ষ অপর পক্ষকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। দুপুর ১ টার দিকে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ প্রায় ১৫টি বোমার বিষ্ফোরণ ঘটায়। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো অভিযোগ করেছেন- শিক্ষা ভবনের পাশেই তার বাড়ি। তার ছেলে জয়ও টেন্ডার জমা দিতে গিয়েছিলেন। এজন্য সন্ত্রাসীরা তার বাড়িতেও ৫/৬টি ককটেল নিক্ষেপ করে। এতে তার ছোট ছেলে হাবিব হাসান ও পথচারিসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।। যশোরের অতিরিক্ত পুলিশ কেএম আরিফুল হক জানান, টেন্ডারবাজি নিয়ে শিক্ষা ভবন এলাকায় বোমাবাজি হয়েছে বলে শুনেছি। তবে এতে কেউ হতাহত হয়নি।

(জেডকে/পিবি/মার্চ ২৪,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test