Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শিরোনাম:

শ্রীমঙ্গলে সিভিআই’র ভুয়া আইডি কার্ডসহ ২ জন আটক

২০১৪ মে ১২ ১৮:৪৩:১৩
শ্রীমঙ্গলে সিভিআই’র ভুয়া আইডি কার্ডসহ ২ জন আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে সিভিআই’র ভুয়া আইডি কার্ডসহ ২ জন আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে চট্টগ্রামের ফখরুল ইসলাম (২৫) এবং শ্রীমঙ্গলের শফিক মিয়া (২১)।

ভারতীয় গোয়েন্দ সংস্থা সেন্ট্রাল ব্যোরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর লোক পরিচয়দানকারী এ জন প্রতারণাচক্রের সদস্য ও বাংলাদেশী নাগরিক। রবিবার দিবাগত রাত ৩টার দিকে স্টেশন রোডের পূর্ব কলোনীর আলমগীর হোসেনের বাসার সামনে থেকে তাদের আটক করা হয়। প্রবাসী সোহেল মিয়ার বাড়ি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, ‘ফখরুল চট্টগ্রাম থেকে এসে সন্ধ্যা হোটেলে অবস্থান নেয়। নিজেকে ‘সিবিআই’ এর লোক পরিচয় দিয়ে ওই হোটেলে বয় শফিকের সাথে হাত করে। তাকে সাথে নিয়ে পূর্ব কলোনী এলাকায় ঘোরাফেরাকালে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়। দেহ তল্লাসি করে গুলি ভর্তি খেলনা পিস্তল, সিবিআইয়ের ভুয়া আইডি কার্ড ও চাকু পাওয়া গেছে।’

(টিবি/এটি/মে ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test