E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদত্যাগ করেছেন চসিক মেয়র

২০১৫ মার্চ ২৭ ১৬:৪৪:০১
পদত্যাগ করেছেন চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম পদত্যাগ করেছেন। শুক্রবার বিকাল তিনটা ২৫ মিনিটে  তিনি চসিকের প্যানেল মেয়র ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের কাছে তাঁর পদত্যাগ পত্র পেশ করেন।  প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন এখন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে মেয়র পদে লড়বেন মোহাম্মদ মঞ্জুর আলম। পদত্যাগপত্র দাখিল শেষে তিনি তিনটা ৪৫ মিনিটে জেলা নির্বাচন কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পদত্যাগ পত্র দাখিলের আগে মনজুর আলম হযরত শাহ আমানত (রাঃ) মাজার জিয়ারত করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মঞ্জুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নাগরিক আন্দোলন’র আহবায়ক ড. আবুল কালাম আজাদ, সদস্য সচিব নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বুধবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’র ব্যানারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মেয়র পদে এটি তাঁর দ্বিতীয় নির্বাচন।

মঞ্জুর আলম ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত চসিক নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে একই ব্যানারে মেয়র পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজারের বেশি ভোটে পরাজিত করে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হন।

তিনি আনারস প্রতীক নিয়ে ৪,০৬৫২০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বি মহিউদ্দিন জাহাজ প্রতীক নিয়ে পেয়েছিলেন ৩,১৮,৩১৯ ভোট। মেয়র নির্বাচিত হওয়ার আগে মঞ্জুর নগরীর কাট্টলী ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুপস্থিতিতে মঞ্জুর একাধিকবার চসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

(ওএস/অ/মার্চ ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test