E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের ২৩টি খেয়াঘাটে পহেলা বৈশাখ থেকে বৃদ্ধি পাচ্ছে ভাড়া

২০১৫ মার্চ ২৯ ২১:২৭:৫৪
বরিশালের ২৩টি খেয়াঘাটে পহেলা বৈশাখ থেকে বৃদ্ধি পাচ্ছে ভাড়া

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল): জেলা পরিষদ থেকে নতুন করে ভাড়া নির্ধারণ করে দেয়ায় পহেলা বৈশাখ থেকে বৃদ্ধি পাচ্ছে জেলার ২৩টি খেয়াঘাটের ভাড়া। ফলে বিপাকে পড়তে যাচ্ছে খেয়া পারাপার হওয়া হাজার হাজার মানুষ ও যানবাহন।

ইতোমধ্যে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র নেতৃবৃন্দরা ভাড়া বৃদ্ধি ও অতিরিক্ত টোল বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছেন। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট সিস্টেম চালুর সুপারিশ করেছেন বিভাগীয় কমিশনার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বাকেরগঞ্জের সাহেবগঞ্জ-বেবাজ ও সাহেবগঞ্জ-চর আউলিয়াপুর খেয়াঘাটে মানুষ পারাপারে সরকারি ভাড়া ২ টাকা নির্ধারণ করা থাকলেও দীর্ঘদিন থেকে ইজারাদাররা ৫ টাকা করে আদায় করছেন।

চালকসহ বাইসাইকেল ৪ টাকার পরিবর্তে ইজারাদাররা নিচ্ছেন ১০টাকা, চালকসহ মোটরসাইকেল ৬ টাকার পরিবর্তে ৩০ থেকে ৪০, গরু-মহিষ ৫ টাকার পরিবর্তে ৫০, ছাগল ২ টাকার পরিবর্তে ১০, এক বান্ডিল ঢেউটিন ১০ টাকার পরিবর্তে আদায় করছে ৫০ থেকে ১০০ টাকা। এছাড়া ছাত্র-ছাত্রী ও ৫ বছরের নিচের শিশুদের টোল ফ্রি থাকার নির্দেশনা থাকলেও জোরপূবর্ক টোল আদায় করছেন ইজারাদাররা। এ অবস্থা বিরাজ করছে জেলার ২৩টি খেয়াঘাটে।

সূত্রে আরো জানা গেছে, আসছে পহেলা বৈশাখ (বাংলা ১৪২২ সন) থেকে জেলা পরিষদ থেকে প্রতিক্ষেত্রে ১ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষের শঙ্কা বর্তমানে ২ টাকার পরিবর্তে ইজারাদাররা মানুষকে জিম্মি করে ৫ টাকা নিচ্ছেন। কিন্তু নতুন ভাড়া বৃদ্ধি করা হলে ৮ থেকে ১০ টাকা আদায় করবেন ইজারাদাররা। একইভাবে অন্যসবেরও টোল বাড়িয়ে আদায় করা হবে। এতে সাধারণ মানুষ পড়বে চরম দুর্ভোগে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বাকেরগঞ্জ উপজেলাবাসীর পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

ক্যাব বরিশাল জেলার সাধারণ সম্পাদক রণজিত দত্ত বলেন, ইজারাদারদের জুলুমবাজি বন্ধে ও খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধি না করে পূর্বের ভাড়ায় টিকিট সিস্টেম চালু করার দাবিতে ইতোমধ্যে বাকেরগঞ্জ উন্নয়ন পরিষদ ও ক্যাবের উদ্যোগে পৃথকভাবে জেলা পরিষদ, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে।

এ ব্যাপারে বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস জানান, খেয়াঘাটের টোল আদায় করার সরকার নির্ধারিত রেট রয়েছে। সেই রেট জনগণের সামনে প্রকাশ করার জন্য তিনি টিকিট সিস্টেম চালুর জন্য সুপারিশ করেছেন।

(টিবি/এসসি/মার্চ২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test