E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছে সেই পাঁচ পরীক্ষার্থী

২০১৫ এপ্রিল ০১ ১৮:৩৮:০৮
অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছে সেই পাঁচ পরীক্ষার্থী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অবশেষে পরীক্ষায় অংশ নিলো প্রবেশপত্রে ছবি ওলট পালট হওয়া পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসার পাঁচ পরীক্ষার্থী। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই পাঁচ ছাত্রকে আলিম পরীক্ষার্থী হিসেবে সত্যায়িত করায় বুধবার কেন্দ্র সচিব তাদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়।

ছাত্ররা হলেন মোহাম্মদ আলী (রোল নং ১৪৯৩৮১), মো. রুবেল ( রোল নং ১৪৯৩৭৮), মো. আ. সাকুর (রোল নং ১৪৯৩৭৯), মো. আব্দুলআলীম (রোল নং ১৪৯৩৭৬) ও মো. মিরাজ ( রোল নং ১৪৯৩৭৭)।

পরীক্ষার্থী মো. মিরাজ ও রুবেল জানান, তারা পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি। তবে সংশোধিত নতুন প্রবেশপত্র না আসা পর্যন্ত তারা চিন্তিত। এ কারনে তাদের অভিভাবকরাও উদ্বিগ্ন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাছির আহমেদ বলেন, কম্পিউটার অপারেটরের ভুলের কারনে ওই পাঁচ ছাত্রের প্রবেশপত্রে ছবি ওলটপালট হয়ে যায়। যেহেতু তারা পাঁচজনই খেপুপাড়া নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসার মাদ্রাসার ছাত্র তাই শিক্ষা বোর্ড কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেয়া হয়। আগামী ২/৩ দিনের মধ্যে আবার প্রতি ছাত্রকে ৬৭৫ টাকা ব্যাংক ড্রাফট কেটে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানোর পর তাদের নতুন করে প্রবেশপত্র দেয়া হবে। তবে আপাতত পরীক্ষা দিতে কোন সমস্যা নেই।

উল্লেখ্য গত মঙ্গলবার ওই পাঁচ ছাত্র প্রবেশপত্র গ্রহন করতে গিয়ে দেখতে পান তাদের প্রবেশপত্রে অন্যের ছবি লাগানো। বিষয়টি তাৎক্ষনিক মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে এটা কম্পিউটার অপারেটরের ভুল বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পরবর্তীতে সংবাদকর্মীরা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি ওই পাঁচ ছাত্র যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যবস্থা করবেন বলে ছাতদের আশ্বস্ত করেন।

(এমকেআর/এএস/এপ্রিল ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test