E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ভাংচুর

২০১৫ এপ্রিল ০৫ ১৮:৪৬:৩৩
গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ভাংচুর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে রবিবার ভিজিডি’র কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও এক ইউপি মেম্বার লাঞ্ছিত হয়েছে।

একই দিনে বোকাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তালা ঝুলিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সকল দপ্তরের কর্মকর্তারা ইউএনও’র কার্যালয়ে ছুটে আসেন।

ভিজিডি’র প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ৪/৫হাজার টাকা বিনিময়ে কার্ড ধনী ব্যক্তিদের নিকট বিক্রি করে দেয়ায় বিক্ষুব্দ জনতা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে ভাংচুর করে স্বীকার করে বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন জানান, তিনি ও ইকবাল হোসেন জুয়েল তাদের নিবৃত করে নিয়ে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিনের নেতৃত্বে ১৫/২০জন অর্তকিতভাবে হামলা চালিয়ে অফিসের নেইমপ্লেট, চেয়ার, টেবিল, কম্পিউটার ভাংচুর করেছে। এ সময় বোকাইনগর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম আনোয়ারকে লাঞ্ছিত করে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল জানান, তিনি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতা নিবৃত করেন। এ ব্যাপারে গৌরীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী বাদি হয়ে আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন জুয়েল ও মোসলেম উদ্দিনের নাম উল্লেখসহ ২০জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

(এসআইএম/এএস/এপ্রিল ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test