E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাটোরে হেরোইন পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

২০১৫ এপ্রিল ০৬ ২১:১৬:৫৫
নাটোরে হেরোইন পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর  প্রতিনিধি :নাটোরে হেরোইন পাচারের দায়ে ফারুক হোসেন ( ২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১বছরের সাজা প্রদান করা হয়েছে।  সোমবার বিকেলে বিচারক জেলা ও দায়রা জজ মোছাম্মৎ  লুৎফা বেগম এ রায় ঘোষনা করেন। রায় প্রদানকালে আসামী পলাতক ছিল। সাজাপ্রাপ্ত আসামী ফারুক হোসেন রাজশাহী মহানগরের বোয়ালিয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

আদালত ও মামলার বিবরন সুত্রে জানা যায়, ২০১২ সালের ২মার্চ সকালে নাটোরের বেলঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়ে রাজশাহী থেকে পাবনাগামী বাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালায়। এসময় বাসের সিটে বসা ফারুক হোসেনের শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা পলিথিনের কাগজে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে নাটোর সদর থানায় ফারুক হোসেনকে আসামী করে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৩ এর (ক) ধারায় মামলা হয়। আসামী আদালতে জামিন নিয়ে বিচার চলাকালে পলাতক হয়।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, হেরোইন পাচারের মামলায় সাক্ষী প্রমানে সন্দেহতাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক ফারুক হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সাজা প্রদান করেন।


(এমআর/এসসি/এপ্রিল০৬,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test