E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বড়াইগ্রামে রাতের আঁধারে ২শ তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

২০১৫ এপ্রিল ০৬ ২১:৩৫:১৯
বড়াইগ্রামে রাতের আঁধারে ২শ তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামে রাতের অন্ধকারে আলাল হোসেন নামে এক দরিদ্র কৃষকের প্রায় ২শ তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার দিনগত রাতে বাজিতপুর বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজিতপুর গ্রামের তয়জাল হোসেনের ছেলে আলাল হোসেন ১২ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি লিজ নিয়ে তাতে রসুন ও সাথী ফসল হিসাবে তরমুজ চাষ করেন। কয়েকদিন আগে রসুন তোলা হয়ে গেছে। বর্তমানে বাড়ন্ত গাছে তরমুজ ধরেছে। কয়েক দিনের মধ্যে তরমুজ পাকা শুরু হবে। রবিবার রাতে কে বা কারা তার জমির প্রায় ১০ কাঠার ২শটি তরমুজ গাছ গোড়া থেকে উপড়ে ফেলে। এতে তার কমপক্ষে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে সকালে জমিতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


(এমআর/এসসি/এপ্রিল০৬,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test