E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

২০১৫ এপ্রিল ০৭ ১৯:৫৪:১১
শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ের প্রভাবে পদ্মা উত্তাল হওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের উভয়পাড় থেকে ছেড়ে যাওয়া কয়টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, ঝড় শুরুর পরপরই ৬/৭টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে নোঙরে রয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, কালবৈশাখী ঝড় শুরু হওয়ার পর থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড ঝড়ো হাওয়া ও পদ্মায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় ঘাট থেকে ফেরি ছাড়া হচ্ছে না।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test