E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে কৃষকদের মাঝে পাওয়ারপাম্প-চেক বিতরণ

২০১৫ এপ্রিল ১০ ২২:০৭:৪১
বান্দরবানে কৃষকদের মাঝে পাওয়ারপাম্প-চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে কৃষকদের মাঝে সেচযন্ত্র হিসেবে পাওয়ার পাম্প ও কয়েকটি ক্লাব, সমিতি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চেক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পার্বত্য জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি কৃষি পন্য ও চেক বিতরণ করেন।

জেলা বিএডিসি সেচ প্রকৌশলী নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান, লক্ষি পদ দাশ, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি এবং কৃষকের উন্নয়নে পরিকল্পনা করে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কৃষকদের সেচ সুবিধার্থে বিনামুল্যে পাওয়ার পাম্প মেশিন, পাওয়ারটিলার এবং সহজশর্তে কৃষি ঋণের ব্যবস্থা’সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কৃষকের উন্নতি হয়েছে। কৃষিখাতকে যুগউপযোগী করে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কৃষকরা ভাল ফলন উপহার দিয়ে যাচ্ছে। ফলে দেশের চাহিদা মিটিয়ে চালসহ বিভিন্ন কৃষি পণ্য দেশের বাইরে রপ্তানী করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে কৃষকদের আরো যতœবান হয়ে কৃষি কর্মকর্তাদের সাথে সু-সম্পর্ক রেখে কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি তিনি আরো বলেন, কৃষির উন্নয়নে সরকারের এই পাওয়ার পাম্প ফ্রি দিচ্ছে। এই সম্পদকে নিজের সম্পদ মনে করে যতœসহকারে ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিএডিসি সেচ বিভাগের পক্ষ থেকে জেলার সাতটি উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক ও সংগঠনের মাঝে ৩০টি পাওয়ার পাম্প বিতরণ করা হয়। এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক ৪০টি প্রতিষ্ঠানের মাঝে দশ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেছেন।

(এএফবি/এসসি/এপ্রিল১০,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test