E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের পাশে ফ্রেন্ডস ফোরাম

২০১৫ এপ্রিল ১২ ১৪:২৪:৩৭
রায়পুরে দরিদ্র ছাত্র-ছাত্রীদের পাশে ফ্রেন্ডস ফোরাম

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অনলাইন রায়পুর ফ্রেন্ডস ফোরাম নামের একটি সংঘঠনের উদ্যোগে স্কুলের দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে জামা-কাপড় বিতরণ করা হয়েছে।

রবিবার দুপরে উপজেলার ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাছে এ জামা-কাপড় বিতরণ করা হয়। একই ভাবে চলতি মাসে পর্যাক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র ও অসহায় ৫০ জন করে ছাত্র-ছাত্রীদের এ বিতরণ অব্যহত থাকবে। রায়পুর ফ্রেন্ডস ফোরামের প্রধানপৃষ্ঠপোষক মো. ওয়াহিদুর রহমান মুরাদ ডেনস্টিটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, স্থানীয় চেয়ারম্যান আলমগীর মাঝি, ইউপি সদস্য মোঃ শাহ আলম ও ইব্রাহীম, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তুহিন চৌধুরী, সাধারণ সদস্য, মুক্তার হোসেন, জসিম উদ্দিন ও ফিরোজ আলম প্রমুখ।
এসময় বক্তব্য উপদেষ্টা মন্ডলীর সদস্য তুহিন চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে রায়পুরে কোন মেধাবী শিক্ষার্থীকে অর্থের অভাবে পড়াশুনা যেন বন্ধ না হয়। ওই ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে তিনি নিজেই টিউলিপ স্কুল নামের একটি শিক্ষা প্রতিষঠান চালু করেন। এতে দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের এসএসসি পযন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। এছাড়াও তিনি অসহায়দার পাশে দাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

(এমআরএস/পিবি/ এপ্রিল ১২,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test