E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে ট্রলি উল্টে আহত ২৭

২০১৫ এপ্রিল ১৪ ১৮:২৪:১৯
মেহেরপুরে ট্রলি উল্টে আহত ২৭

মেহেরপুর প্রতিনিধি : বৈশাখ উপলক্ষে বেড়াতে গিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার খোকসায় দর্শনার্থীবাহী একটি শ্যালোইঞ্জিনচালিত ট্রলি উল্টে শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সকলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে। গুরুতর আহত শিশু উসমান গনি ও ট্রলিচালক মোহনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়া উসমান গনি নামে একজন বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং চালক মোহনের শরীর ট্রলির ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এমকে রেজা।

তিনি বলেন, আরো কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকেও কুষ্টিয়া হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।

চালক মোহন ও আহত যাত্রীরা জানান, বাংলা নববর্ষে বেড়ানোর লক্ষ্যে বাড়ি থেকে মঙ্গলবার সকালে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননের উদ্দেশে রওনা দেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের খোকসা নামক স্থানে পৌঁছলে ট্রলির সামনের একটি চাকা খুলে ট্রলিটি সড়কের উপরেই উল্টে পড়ে। এতে যাত্রীরা আহত হন।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test