E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

২০১৫ এপ্রিল ১৭ ১৫:০৩:১৭
তাড়াশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার তাড়াশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. আব্দুল হক, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, তাড়াশ হাসপাতালের ডা. সজিব রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেআই কলেজের অধ্যক্ষ সোলায়মান আলী, তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সভায় চিত্রাস্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি সাংসদ আমজাদ হোসেন মিলন বলেন, একটি মহল বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে জাতিকে ইতিহাস থেকে দূরে রেখে ছিল। আজ সত্যের জয় হয়েছে। সময় এসেছে নতুন প্রন্মজকে সঠিক ইতিহাস জানার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি মুজিব নগর সরকার গঠন করার নিদের্শ না দিতেন তাহলে হয়ত এ দেশ পরাধীনতার গ্লানি থেকে রক্ষা পেত না। বাংলাদেশের ইতিহাসকে বারবার ভিন্নক্ষাতে নেওয়া হয়েছে। কিন্তু সৃষ্ঠিকর্তার অসীম কৃপায় বাংলার মাটিতেই সত্য প্রকাশিত হয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শ বাংলার মাটিতেই একদিন প্রতিষ্ঠিত হবে। বাংলার মানুষ আজ সচেতন বলেই প্রকৃত ইতিহাস কুচক্রী মহল পরিবর্তন করতে পারে নাই। যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য একটি মহল উঠে পরে লেগেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতেৃত্বের কারণে তাদের বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে ২জনের ফাসি কার্যকর হয়েছে। বাংলার মানুষ যে দিন থেকে সঠিক ইতিহাস জানতে পেরেছে সেদিন থেকেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে শিখেছেন। আর তারই ধারাবাহিকতায় বারবার আওয়ামীলীগ সরকার গঠন করতে পেরেছেন।

(এমএমএইচ/এএস/এপ্রিল ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test