E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া থেকে ছিনতাই হওয়া চিনি বোঝাই ট্রাক সিংড়ায় উদ্ধার

২০১৫ এপ্রিল ১৮ ১৮:৩৯:২৭
বগুড়া থেকে ছিনতাই হওয়া চিনি বোঝাই ট্রাক সিংড়ায় উদ্ধার

নাটোর প্রতিনিধি : বগুড়া শহরের বনানী এলাকা থেকে শুক্রবার রাতে চিনি বোঝাই একটি সিংড়ার বন্দর এলাকায় উদ্ধার করা হয়। পরে চিনিসহ ট্রাকের প্রকৃত মালিকের কাছে  ট্রাকটি হস্তান্তর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিনি বোঝাই একটি ট্রাক দিনাজপুর যাওয়ার পথে শুক্রবার রাতে যাত্রিবেশী একদল ডাকাত বগুড়ার বনানী এলাকা থেকে ছিনতাই করে। ডাকাতরা ট্রাকের চালক ও হেলপারকে বেঁধে রেখে ট্রাকের নিয়ন্ত্রণ নিজেরা নেয়।

এসময় তারা ট্রাকটি নিয়ে তারা নাটোর দিকে রওনা হয়। পথে তারা সেরকোল এলাকায় চালক ও হেলপারকে নামিয়ে দেয়। এসময় তারা সিংড়া থানার রাত্রিকালীন প্রহরারত পুলিশকে জানালে ওয়াকি টোয়াকির মাধ্যমে পুলিশের অগ্রগামী দলকে জানালে পুলিশ বন্দর এলাকায় বেরিকেড দেয়। এসময় ডাকাতরা দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ট্রাকের চাকা লক্ষ্য করে দুই থেকে তিন রাউন্ড গুলি বর্ষণ করে। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে চিনি বোঝাই ট্রাকটির প্রকৃত মালিক দিনাজপুরের সাকিব হোসেনকে বুঝিয়ে দেয় পুলিশ।

রাত্রিকালীন প্রহরারত টিমের কর্মকর্তা এসআই বাদশা আলম গুলি বর্ষণের কথা সঠিক নয় দাবি করে জানান, খবর পেয়ে তারা ট্রাকটিকে বেরিকেড দেয়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে চালক ও হেলপারে দেওয়া ঠিকানুযায়ী ট্রাকের মালিকের কাছে চিনি সহ ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়। চিনিগুলি ট্রাক মালিকের এলাকার ব্যবসায়ীদের।

(এমআর/এএস/এপ্রিল ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test