E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গার পাটুল হাটের বটগাছটি কেটে ফেলা হচ্ছে

২০১৫ এপ্রিল ২২ ১৭:৩১:০৫
নলডাঙ্গার পাটুল হাটের বটগাছটি কেটে ফেলা হচ্ছে

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলহাটের বারনই নদী সংলগ্ন প্রাচীন বটগাছটি কেটে ফেলা হচ্ছে। ঝড়ে গাছের ডাল ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে এমন অজুহাতে একটি প্রভাবশালী মহল বটগাছ কাটার সিদ্ধান্ত নেয়।

গত দুই দিনে বটগাছের প্রধান ঠেসমুল ও বেশ কিছু সংখ্যক বড় ডালপালা কেটে ফেলা হয়েছে। স্থানীয় লোকজন প্রতিবাদ করেও শেষ রক্ষা করতে পারেনি। বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কোন সুরাহ হয়নি। স্থানীয়রা জানান, গত দুই বছর আগে এই বটগাছ কাটা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও মামলা, হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সাবেক প্রতিমন্ত্রীর নির্দেশে গাছ কাটা বন্ধ হয়।

এলাকাবাসী জানায়, গত ৩০ বছর আগে এই বটগাছটি রোপন করা হয়। গাছের চারিপাশে ইট দিয়ে পাকা স্থাপনা নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সুত্র অভিযোগ করে জানান, ব্যবসায় প্রতিষ্ঠান দেওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দেওয়ান নাহিদ আলম টিপু নামে এক ব্যবসায়ী অনেক আগে থেকেই গাছ কেটে ওই স্থানে ব্যবসায়ীক ভবন নির্মানের চেষ্টা করে আসছিল। গত দুই বছর আগে বটগাছটি কাটার চেষ্টা করলে পাটুল গ্রামের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এনিয়ে মামলা-হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, সাবেক প্রতিমন্ত্রীর নির্দেশে গত দুই বছর ধরে গাছ কাটা বন্ধ ছিল। কিন্তু গত মঙ্গলবার থেকে আবারও টিপুসহ তার লোকজন গাছ কাটা শুরু করে। স্থানীয় লোকজন বাধা দিলেও কোন কর্ণপাত করেনি। বরং তারা ঝড়ে গাছের ডাল ভেঙ্গে দোকানের ক্ষতি হয়েছে এমন অজুহাত উপস্থাপন করে গাছের ডালাপালা কাটা অব্যাহত রেখেছে। সবজী ব্যবসায়ী ওবায়দুর রহমান জানান, এই গাছ কাটা নিয়ে এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় এনিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ ব্যবসায়ী টিপুসহ তার লোকজন জোরপুর্বক বটগাছের ডালপালাসহ ঠেসমুল কেটে ফেলেছে।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে দেওয়ান নাহিদ আলম টিপু জানান, গত রাতের ঝড়ে বটগাছের একটি ডাল তার ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ভেঙ্গে পড়লে একটি ওয়াল ভেঙ্গে যায় এবং তার দোকান ঘরের মালামালের ব্যাপক ক্ষতি হয়। এই কারণে ওই ডালটি কেটে ফেলা হয়েছে। বাজার কমিটির সাথে আলোচনা করেই করা হয়েছে।

এদিকে গাছ কাটা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় হয়েছে। ব্যবসায়ী টিপুসহ তার লোকজন মঙ্গলবার দুপুরে ওই বটগাছের ঠেসমুল ও ডালপালা কেটেছে। তারা বিপুল পরিমান গাছের গুল কেটে বারনই নদীতে ডুবিয়ে রেখেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান জানান, পাটুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে লোক পাঠানো হয়েছে।

(এমআর/এএস/এপ্রিল ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test