E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয়  দুই দফায় ভূমিকম্পে হেলে পড়েছে বহুতল ভবন ৪ বাড়ি ক্ষতিগ্রস্ত

২০১৫ এপ্রিল ২৫ ১৭:৪৩:৪৩
নওগাঁয়  দুই দফায় ভূমিকম্পে হেলে পড়েছে বহুতল ভবন ৪ বাড়ি ক্ষতিগ্রস্ত

নওগাঁ প্রতিনিধি:শনিবার মাত্র ৩২ মিনিটের ব্যবধানে নওগাঁ অঞ্চলে দুই দফায় ভূমিকম্প হয়েছে। দুপুর ১২টা ১৫ মিনিটে প্রথম ভূমিকম্প শুরু হয়ে প্রায় সোয়া ২ মিনিট স্থায়ী ছিল। এসময় শহরের বাড়ি-ঘর, মার্কেট, অফিস-আদালত থেকে মানুষ আতংকে বেড়িয়ে এসে রাস্তায় জড়ো হয়।

কেউ কেউ মাথা ঘুরে পড়ে যায়। শক্তিশালী এই ভুমিকম্পে শহরের মাংস হাটির মোড়ে দুবলহাটি রোডের চিস্তিয়া মানি চেজ্ঞারের সত্ত্বাধিকারী আজাদের নির্মাণাধীন বহুতল ভবন, আকতার ও আফজালের বাস ভবন, মেসার্স হাজী ষ্টোরের সত্ত্বাধিকারী এরশাদুল হকের বহুতল ভবন, নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী শামসুল হকের বাসা ফাটল ও হেলে গেছে। এতে পার্শ্ববর্তী বিল্ডিংএর লোকজনও হুমকির মুখে পড়েছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় অনেক বহুতল ভবনের জানালার কাঁচ ভেঙ্গে পড়ে যায়। মানূষজন আতংকে ছুটোছুটি শুরু করে। স্থানীয় প্রবীনদের মতে, এমন দীর্ঘস্থায়ী ও শক্তিশালী ভূমিকম্প ইতোপূর্বে তারা দেখেননি। এর মাত্র ৩২ মিনিট পর ফের মৃদু ভূমিকম্প অনুভুত হয়। যা ৩০ সেকেন্ডে স্থায়ী ছিল। এতে আতংকের পরিমান আরও কয়েকগুন বেড়ে যায়। অপরদিকে এই ভূমি কম্পনের সময় জেলার সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী স্কুলের চার তালা থেকে আতংকে তড়িঘড়ি করে নামতে গিয়ে ফয়সাল মাহমুদ নামে ৭ম শ্রেণীর এক ছাত্র হুমড়ি খেয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(বিএম/এসসি/এপ্রিল২৫,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test