E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্তমান সরকারের আমলে গত ৫বছরে তাড়াশের উন্নয়নমুলক কাজের চিত্র

২০১৫ এপ্রিল ২৭ ১২:২৬:০৫
বর্তমান সরকারের আমলে গত ৫বছরে তাড়াশের উন্নয়নমুলক কাজের চিত্র

তাড়াশ (সিরাজগঞ্জ)  : বর্তমান সরকারের আমলে গত ৫বছরে তাড়াশ উপজেলায় ব্যাপক উন্নয়ন মুলক কাজ সম্পন্ন হয়েছে এবং আরও অনেক কাজ হবার পথে। উল্লেখ্যযোগ জনগুরুত্বপুর্ন কাজের মধ্যে রয়েছে উপজেলা সার্ভার অফিস (নির্বাচন কমিশন), আবহাওয়া পর্যবেক্ষনাগার. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্ধিত করন, তাড়াশ থানা ৪র্থ তলা বিশিষ্ঠ নতুন ভবন নির্মান,

নওগা জিন্দানী ডিগ্রী কলেজ, মাঝদক্ষিনা উচ্চ বিদ্যালয়, গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়, মাধাইনগর উচ্চ বিদ্যালয়, বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, তাড়াশ ইসলামীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভবন, ৪১ কিলোমিটার রাস্তা পাকা করণ, ব্রীজ কালভাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মুক্তিযোদ্ধাদের বাড়িসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাছাড়া প্রস্তাবিত কাজের মধ্যে রয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন,রাস্তা নির্মান ও রাস্তা মেরামত এবং ২টি কলেজের ভবন নির্মান কাজ। যা আগামী কয়েক দিনের মধ্যে ট্রেন্ডার আহবান করা হবে বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানায়।

উপজেলা এলজিইডি অফিস ও বিভিন্ন সুত্রে জানাযায়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর গত ৫বছরে তাড়াশ উপজেলায় এ পর্যন্ত এলজিইডি মাধ্যমে প্রায় ৪৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মুল কাজ সম্পন্ন হয়েছে। ৩১টি প্রকল্পের মাধ্যমে ৪১:১৩ কিলোমিটার রাস্তা পাকা করন করা হয়েছে। যার ব্যয় হয়েছে ২৭কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। ২ কোটি ৬৩লাখ ৮৩হাজার টাকা ব্যয়ে ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান করা হয়েছে এবং মেরামত করা হয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয়। যার ব্যয় হয়েছে ১৮লাখ ৮৭ হাজার টাকা। তাড়াশে ২টি মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মান করা হয়েছে ১৭ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে। ১৪টি রাস্তা (৪৭কিলোমিটার) মেরামতে ব্যয় হয়েছে ৭ কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকা। ৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৮টি ব্রীজ কালর্ভাট নির্মান করা হয়েছে। রেগুলেট নির্মান করা হয়েছে ১টি। এতে ব্যয় হয়েছে ৮৪ লাখ ২৬ হাজার টাকা। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ৩টি অফিস ঘর নির্মানে ব্যয় করা হয়েছে ৪৪ লাখ ৪০ হাজার টাকা। তাছাড়া তাড়াশ হাসপাতালে ৩১শষ্যার পাশাপাশি আরও ১৯শষ্যা বৃদ্ধি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯ কোটি ২৮লাখ টাকা। উপজেলা সার্ভার অফিস (নির্বাচন কমিশন) নির্মানে ব্যয় হয়েছে ৫৭লাখ টাকা। তাড়াশ ৪তলা বিশিষ্ঠ মডেল থানা ৫ কোটি ৬০লাখ টাকার নির্মান কাজ এগিয়ে চলছে। দূর্যোগ ও ত্রান মন্ত্রালয়ের আওতায় তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষনাগার নির্মানে ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে ৬কোটি টাকা। তাড়াশ ফায়ার সার্ভিস অফিস ও প্রাচীর নির্মান কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩কোটি টাকা। শিক্ষা অধিদপ্তরের আওতায় ৬৬লক্ষ টাকা ব্যয়ে মাঝদক্ষিনা কে,আর উচ্চ বিদ্যালয়, ৬৬লক্ষ টাকা ব্যয়ে গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়,মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মান করা হয়েছে। নওগা জিন্দানী ডিগ্রী কলেজে ১ কোটি ৩৪লাখ ৫০হাজার টাকা ব্যয়ে ভবন নির্মান চলছে। তাড়াশ ইসলামী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৩তলা ভবন নির্মানে ব্যয় হয়েছে ১ কোটি ২৩লাখ টাকা। ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মান কাজ চলছে তাড়াশ দাখিল মাদ্রাসা দ্বিতল ভবনের। তাছাড়া ১ কোটি ৩৪লাখ ৫০হাজার টাকা ব্যয়ে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের ভবন এবং ১ কোটি ৩৪লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে গুল্টাবাজার শহীদ মনসুর আলী ডিগ্রী কলেজের ভবন নির্মানের জন্য অল্প দিনের মধ্যে ট্রেন্ডার আহবান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ঠ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল জাব্বার। উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী সুভাষ চন্দ্র জানান, আরও উন্নয়ন মুলক কাজ এ বছর হবার সম্ভবনা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য স্যার যে পদক্ষেপ গ্রহন করেছেন তাতে তাড়াশে কাজের পরিধি আর বৃদ্ধি পাবে। তাড়াশ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক জানান, প্রয়াত সংসদ সদস্য আলহাজ¦ ইসহাক হোসেন তালুকদার সাহেবের আমলে তাড়াশে যে কাজ হয়েছে বর্তমান সংসদ সদস্য তার চেয়ে আরও বেশী উন্নয়ন মুলক কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। তাড়াশ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য যা যা করার প্রয়োজন সবার সহযোগিতা পেলে তাই করা হবে। সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন জানান, তাড়াশ রায়গঞ্জ উপজেলাকে একটি পরিকল্পনা মাফিক কর্মকান্ডের মাধ্যমে উন্নয়নের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। অবহেলিত এ আসনে আরও বেশী কাজ করতে হবে। রাস্তাঘাট, ব্রীজকালর্ভাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জা, কৃষি ও মৎস্য চাষে অনেক সাফল্য অর্জন করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে সপথ নেওয়ার পর তাড়াশ রায়গঞ্জ ও সলংগায় প্রায় ১৪শ’ গ্রহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগামীতে আর গ্রাম বিদ্যুতায়ন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন রাস্তার পাকা করনের ট্রেন্ডার গ্রহন করা হয়েছে। স্কুল কলেজ ও মাদ্রাসার ভবন নির্মানে কিছু কাজ এগিয়ে চলছে এবং আরও কাজের ট্রেন্ডার আহবান করা হবে। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের মাস্টার রোল তৈরী করে ছিলাম যা ইতিমধ্যে অনেকাংশে বাস্তবায়িত হয়েছে এবং আগামীতে আরও উন্নয়নমুলক কাজের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তাছাড়া আমার হাতে এখন আরও বেশী সুযোগ হয়েছে এলাকার উন্নয়ন করার। এলাকাবাসির সহযোগিতায় এবং বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় তাড়াশ রায়গঞ্জ ও সলংগাকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার সকল প্রচেষ্ঠা অব্যহত থাকবে। আমি চাই তাড়াশ রায়গঞ্জ ও সলংগার বাসির সহযোগিতা।

(এমআর/এসসি/এপ্রিল২৭,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test