E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে পরিবেশ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০১৫ এপ্রিল ২৭ ১৫:০১:২৪
তাড়াশে পরিবেশ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  সোমবার তাড়াশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে পরিবেশ বিপর্যয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে তাড়াশ পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন বেলার উধ্বর্তন গবেষণা কর্মকর্তা সোম নাথ লাহিড়ী ও গৌতম চন্দ্র চন্দ। তাড়াশ উপজেলায় খাল ভরাট,খাল দখল, সরকারী খালে পানি চলাচলে বিঘগ্ন ঘটিয়ে পরিবেশ বিপর্যয়ে কারণ সৃষ্টি করার উপর আলোচনা করেন চলনবিল সাংবাদিক পরিষদের সভাপতি রুহুল আমিন, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, সাংবাদিক গোলাম মোস্তফা, তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য আতাউর রহমান, আলেয়া বেগম, কৃষক আব্দুল খালেক প্রমুখ। তাড়াশ উপজেলায় বেলা পরিচালিত গণশুনানী আয়োজনে সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। মতবিনিময় সভাটি পরিচালনা করেন ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা।
(এমএইচ/পিবি/ এপ্রিল ২৭,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test