E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূ-গর্ভস্থ পানি বিষাক্ত হয়ে যাবে, নওগাঁয় গুজব!

২০১৫ এপ্রিল ২৮ ১৬:২৪:৩৫
ভূ-গর্ভস্থ পানি বিষাক্ত হয়ে যাবে, নওগাঁয় গুজব!

নওগাঁ প্রতিনিধি : গত দু’দিনের ৩দফা ভূমিকম্পে নওগাঁ অঞ্চলের মানুষ চরম আতংকগ্রস্ত হয়ে পড়েছে। আর এই আতংকের সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ বিভিন্ন গুজব ছড়াতেও পিছু পা হয়নি। ভূমিকম্পের পাশাপাশি এবার টিউবওয়েলের পানি তথা ভূ-গর্ভস্থ পানি বিষাক্ত হয়ে যাবে বলেও জেলায় গুজব রটেছে।

গ্রামের সহজ-সরল মানুষ এমন গুজবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে সরাসরি অথবা মোবাইল ফোনে তাদের পরিচিত বা আত্মীয়স্বজনের কাছে বিষয়টি জানার চেষ্টা করছে। মঙ্গলবার জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, সাপাহার ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকার পরিচিত মানুষজন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এই প্রতিবেদককেও ফোন করে। এব্যাপারে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক সাধারন মানুষকে আশ্বস্ত করে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি স্রেফ গুজব।

(বিএম/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test