E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীতে ভূমিকম্পে কোলা বিজলী বিদ্যালয়ের দ্বিতল ভবনে ফাটল

২০১৫ মে ০৬ ১৩:০৩:০৭
বদলগাছীতে ভূমিকম্পে কোলা বিজলী বিদ্যালয়ের দ্বিতল ভবনে ফাটল

নওগাঁ প্রতিনিধি :  ভূমিকম্পে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা বিজলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেখান ক্লাস। এমন ঘটনায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল চরম আতংকগ্রস্ত হয়ে পড়েছেন।

জানা গেছে, ভূমিকম্পের প্রথমদিন যথারীতি স্কুলে ক্লাস চলছিল। এমন সময় ভূমিকম্পের ঝাঁকুনিতে ৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের চিত্র পাল্টে যায়। ভবনের ছাদ ও ছাদের বিম ফেটে যায়। তাছাড়া পুরো ভবনের সর্বাঙ্গে বেশ ফাটল ধরেছে। ভবনের প্রতিটি কক্ষ ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ভবনটি যেন এখন স্রেফ হাওয়ার ভরে দাঁড়িয়ে আছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, ভবনে চলাচল করতেই যেন তাদের গা শিঁউরে ওঠে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে নিয়মিত ক্লাস চলছে। তথ্য সংগ্রহকালে ছাত্র-ছাত্রীরা জানায়, এ ভবনে ক্লাস করতে তারা ভয় পাচ্ছে। একই কথা বললেন শিক্ষকরাও। কিন্তু স্কুলের কোন অতিরিক্ত ঘর না থাকায় নিরুপায় হয়ে ক্লাস করতে হচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। যেকোন দূর্যোগ মূহুর্তে এই ভবনে যদি আবারও কম্পনের সৃষ্টি হয়, তাহলে ভেঙ্গে পড়ে মারাত্মক দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবগত করেছেন। এ ছাড়াও ওই উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের ১টি ভবনেও ফাটল ধরেছে বলে জানা গেছে।
(বিএম/পিবি/ মে ০৬,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test