E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় বিদ্যুত কেন্দ্রের দাবিতে মানববন্ধন

২০১৫ মে ০৬ ১৬:৫১:১৪
কলাপাড়ায় বিদ্যুত কেন্দ্রের দাবিতে মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার ধানখালী ইউনিয়নে ১৩২০ মেঘাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণ ঠেকাতে উঠেপড়ে লেগেছে একটি চক্র। এ চক্রটি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ গ্রামের সাধারণ মানুষের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে হাজার হাজার মানুষ। বুধবার সকালে এ জালিয়াতি চক্রের সদস্যদের গ্রেফতার ও সাধারন মানুষকে হয়রানী বন্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে অন্তত পাঁচ হাজার নারী-পুরুষ।

ধানখালী এস এইচ এন্ড আশরাফ একাডেমি’র সামনে দুই ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী শেষে এক সভা অনুষ্ঠিত হয়। ধানখালী ইউনিয়ন বাসীর আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এস এম শহিদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আতাউর রহমান মজনু বিশ্বাস, রিয়াজ তালুকদার, প্রভাষক জাকির হোসেন, আব্বাস মোল্লা, শাহীন মৃধা, সরুব আলী মুধা, হালিম তালুকদার, গাজী রাইসুল ইসলাম রাজিব, বজলুর রহমান প্রমুখ।
সভায় হালিম তালুকদার বলেন, ধানখালীতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ বাধাগ্রস্থ করতে এ্যাড.জালাল উদ্দিন তালুকদার গ্রামবাসীদের নামে ভুয়া সাক্ষর দিয়ে বিভিন্ন সরকারি অফিসে দরখাস্ত করে তাদের হয়রানী করছে। আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুল লতিফ গাজী বিদ্যুত কেন্দ্র নির্মাণে সরকারকে সহযোগীতা করায় তার বিরুদ্ধেও বিভিন্ন কুৎসা রটাচ্ছে জালাল তালুকদার।
ইউপি চেয়ারম্যান মো. আবদুল লতিফ গাজী বলেন, বিদ্যুত কেন্দ্র নির্মান বন্ধ করতে মরিচবুনিয়া ও মধুপাড়া গ্রামের মানুষের কাছ থেকে জালাল উদ্দিন তালুকদার লাখ লাখ টাকা চাঁদা আদায় করেছেন। তিনি বিদ্যুত কেন্দ্র নির্মাণে সরকারকে সহযোগীতা করায় তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিরোধীতা করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। এ কারণে তার বিরুদ্ধে গোটা ইউনিয়নের মানুষ একতা হয়ে প্রতিবাদে নেমেছে।
(এমআর/পিবি/ মে ০৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test