E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠির সাপের মোড় রাস্তাটি এখন মরণ-ফাঁদ

২০১৫ মে ১২ ২০:৪৯:২৩
ঝালকাঠির সাপের মোড় রাস্তাটি এখন মরণ-ফাঁদ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আংগারিয়া থেকে কৈবর্তখালী পর্যন্ত এলজিইডির প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সংযোগ পথটি সাপের মোড় নামে পরিচিত। এ সড়কের বেহাল দশা র্দীঘ দিন যাবৎ। ভূক্তভোগী ওই সড়কের যাতায়াতকারী পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছেন।

এ সংযোগ সড়কে নির্মানের পর প্রায় ৮ বছর ধরে কোন মেরামতের কাজ না করায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জানা গেছে, দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার সড়কের সব জায়গা জুড়ে গর্ত খানা-খন্দ ও ভাঙ্গাচুড়া থাকায় টেম্পু, রিক্সা, সাইকেলসহ পথচারীদেরও চলাচলে করতে কষ্ট হচ্ছে। সড়কটি রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনা থেকে শুরু করে আঙ্গারিয়া-আলগী-জীবনদাসকাঠি-নিজগালুয়া-কৈবর্তখালি গ্রামের গাজীবাড়ি নামক স্থানের রাজাপুর-ভান্ডারিয়ার আঞ্চলিক মহাসড়কের সাথে মিলিত হয়েছে। রাস্তাটি সাপের মত একে-বেঁকে ভান্ডারিয়ার সংযোগে সংক্ষেপ ও এই এলাকার মানুষের সহজ পথ। প্যাচানো রাস্তার কারনে দুর্ঘটনা হচ্ছে অহ রহ। এরপর রাস্তা খসে-দেবে গিয়ে বেহাল দশা হওয়ায় এ সড়কটি দিয়ে প্রতিদিন অ্যাম্বুলেন্স, টেম্পো, রিক্সা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অতিকষ্টে যাতায়াত করছে। তত্বাবধায়ক সরকারের আমলে এ সড়কটির নির্মানকাজ শেষ হলেও আজ পর্যন্ত কোন মেরামতের কাজ না হওয়ায় বর্তমানে এ করুন দশা। কিছুদিন পরেই বর্ষাকাল শুরু হলে এ সড়কে যান চলাচল পুরোপুরি অনুপযোগী হয়ে পড়বে। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।

(এএম/পি/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test