E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

২০১৫ মে ১৪ ১২:২৯:১৭
চট্টগ্রামে ৫ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সমুদ্রবন্দরের বহির্নোঙর এলাকায় ৫ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। বুধবার রাতে এমটি এনা নামে একটি ট্রলার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন, মো. হান্নান (৪০), মো. লোকমান (৩৩), মো. রাসেল (৩০), মো. ইলিয়াস (১৮), অলি উল্লাহ (২১), রিয়াজ (১৯) ও ওসমান (২০)।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা। চট্টগ্রাম র‍্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ প্রেস বিফ্রিংয়ে বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের বহির্নোঙর এলাকায় বঙ্গোপসাগরে এমটি এনা নামে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

তিনি আরো বলেন, আটকরা সবাই ইয়াবা বহনকারী, তারা মূল হোতাদের কেউ নন। এদের মধ্যে লোকমান ইয়াবা চোরাকারবারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। ইয়াবার চালানটি মিয়ানমার সীমান্ত থেকে নিয়ে আসার জন্য লোকমান বাকিদের ভাড়া করেন। ইয়াবার এই চালানটি মিয়ানমার সীমান্তবর্তী সীতাহার এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

(ওএস/পিবি/মে ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test