E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে টুসির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২০১৫ মে ১৭ ১৩:২৮:৫৩
সিরাজগঞ্জে টুসির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : আলোচিত গৃহবধূ সোনিয়া আশরাফ টুসিকে হত্যার অভিযোগ এনে তার খুনীদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে সচেতন সিরাজগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধ চলাকালে বক্তরা বলেন, গৃহবধু টুসিকে শারিরীক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত গৃহবধুর স্বামী শামস এলাহী উইলিয়ামস, ননদ কুইন রহমান ও শাশুড়ী লাইলী রহমান প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ওই হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন বক্তারা।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আখতার হোসেন, বিএমএ সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর ভুইয়া, সিরাজগঞ্জ জজ কোর্টের এপিপি শামিমা ইয়াসমিন রিমা , বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, নারী নেত্রী হুসনে আরা জলী, শার্প এর পরিচালক আলহাজ্ব শওকত আলী, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, নাট্যলোকের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাতীয় পার্টি নেতা জহুরুল ইসলাম মন্ডল,মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি বিশাল সরকার, এ্যাডঃ রুমানা ইয়াসমিন শাওন ও নিহত গৃহবধু সোনিয়া আশরাফ টুসির বাবা আশরাফুল বারি। মানববন্ধন শেষেকেটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কাছে টুসি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৫ই মে বিকালে ঢাকার পূর্ব তেজতুরিবাজারস্থ ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া আশরাফ টুসির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। টুসির পরিবারের অভিযোগ তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের পূত্র শামস এলাহি উইলিয়ামস, তার বোন এটিএন বাংলার প্রযোজক ও উপস্থাপক কুইন রহমান ও তার মা লাইলী রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে টুসির পরিবার।
(এসএস/পিবি/মে ১৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test