E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্মসমর্পণের দু’দিনেই জামিন পেলেন আর্জু

'গরিব বলে কী আমরা ন্যায় বিচার পাবো না'

২০১৫ মে ১৯ ২০:৩৮:৩১
'গরিব বলে কী আমরা ন্যায় বিচার পাবো না'

নড়াইল প্রতিনিধি : নড়াইলের শালবরাত গ্রামে গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন মামলার আসামি আজিজুর রহমান আর্জু আদালতে আত্মসমর্পণের দু’দিন পরই অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবুল বাশার মুন্সী তার (আর্জু) অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আর্জুর জামিন বহাল থাকবে কিনা, সে ব্যাপারে আগামী ২৫ মে শুনানি হবে।

এর আগে গত ১৭ মে (রবিবার) আর্জু লোহাগড়া আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে, আর্জুর জামিনের খবরে নির্যাতিত ববিতা খানম (২০) বিস্ময় প্রকাশ করে বলেন, আমি ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করছি। এছাড়া মাতবর আর্জুর জামিনে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।

ববিতার ভাবী জলি বেগম জানান, আর্জুর জামিনের খবরে তার লোকজন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা বাড়ি থেকে বের হলে মারধরেরও হুমকি দিয়েছে তার (আর্জু) লোকজন।

জলি প্রশ্ন রেখে বলেন, 'আমরা গরিব মানুষ বলে কী ন্যায় বিচার পাবো না?'

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, আর্জু জামিন পেয়েছেন বলে জানতে পেরেছি।

এ খবর লেখা পর্যন্ত আর্জুর জামিনের কাগজপত্র জেলা কারাগারে পৌঁছায়নি বলে কারাগার সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকালে গৃহবধূ ববিতা খানমের শ্বশুরবাড়ির লোকজন নড়াইলের শালবরাত গ্রামে ববিতাকে গাছের সাথে বেঁধে তার ওপর বেধড়ক লাঠিপেটা করেন। এ ঘটনায় ববিতার স্বামী শফিকুল শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়িসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়।

(টিএআর/পিএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test