E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা আটক

২০১৫ মে ২১ ১৬:৫৭:৩০
রামগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মুক্তিপনের টাকা নেওয়ার সময় ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা ছাত্রলীগ নেতারা হলেন- উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক সজিব হোসেন ও কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন সজল ও উপজেলা ছাত্রলীগের নিবার্হী সদস্য ফারুক হোসেন। এ ঘটনায় অপহৃত আবুল খায়ের বাদী হয়ে তিন ছাত্রীগ নেতাসহ ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে স্থানীয় এমপির সাথে কয়েক মাস ধরে উপজেলা ছাত্রলীদের সাথে দ্বন্দের জেরের কারনে ওসিকে ওই নেতারে বিরুদ্ধে ষড়যন্ত্র ভাবে তারে গ্রফতার কারেন বলে দাবি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও মামলা সূত্রে জানায়, বুধবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের রামনগর এতিম খানার সামনে থেকে ওই গ্রামের আমিন উল্যাহর ছেলে প্রবাসী আবুল খায়েরকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে দেওয়ান বাড়ির পরিত্যক্ত স্থানে আটক করে বেধে রাখে আটক ওই ছাত্রলীগ তিন নেতা। রাত ১০টার দিকে অপহৃত আবুল খায়েরের ভাইয়ের কাছে অপহৃরণকারীরা ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। পরে আবুল খায়ের উদ্ধারে ছোট ভাইকে অপহৃরণকারীদের দাবিকৃত ২০ হাজার টাকা দিতে রাজি হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ১২ টার দিকে রামনগর মসজিদের সামনে মুক্তিপনের টাকা নেওয়া জন্য আসে ওই ছাত্রলীগ নেতারা। এঘটনাটি থানা পুলিশকে জানালে তারা আগেই ওই স্থানে ফাঁদ পেতে থাকায় ৩জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন বলেন, তরিকত ফেডারেশনের এমপি এম এ আউয়ালের সাথে স্থানীয় ছাত্রলীগের দ্বন্দের কারনে ষড়যন্ত্র ভাবে ওসিকে দিয়ে এই তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, অপহৃত প্রবাসীর পরিবার ঘটনাটি আগে পুলিশকে জানালে সেই অনুযায়ী মুক্তিপনের টাকা নেওয়ার সময় তিন অপহরণকারী আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্ধ করা হয়। এঘটনায় থানায় মামলা করা হয়েছে।
(এমআরএস/পিবি/মে ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test