E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি 

জকিগঞ্জে সৃষ্ট জটিলতা নিরসন

২০১৫ মে ২৫ ২১:৩৩:৪২
জকিগঞ্জে সৃষ্ট জটিলতা নিরসন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে মঞ্চের মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি মূলক গান পরিবেশনে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে।

বিষয়টির রহস্য উদঘাটনে ইউপি আওয়ামীলীগ সভাপতি জহিরুল হক খসরু গংরা উদ্যোগ নিলে এলাকায় দফায় দফায় বৈঠক হয়। এ সকল বৈঠকে ঘটনার সাথে প্রাপ্তবয়স্ক কারোও কোন সম্পৃক্তা না থাকায় তা নিরসনের উদ্যোগ নেন এলাকাবাসী।

বিষয়টি নিরসনের লক্ষ্যে সোমবার দুপুরে চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আতিকুর রহমান মনির পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকতা বিরেন্দ্র চন্দ্র দাস, জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি রওশন আরা বেগম, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তাপাদার, প্রবীন আ'লীগ নেতা আব্দুল মতিন মেম্বার, ইউপি আ'লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আব্দুল গফুর, ডা. হোসেন রাজা, ইউপি সদস্য আব্দুল আহাদ, আব্দুস সালামসহ যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এসপি/পিএস/মে ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test