E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে হাতিটিকে সরিয়ে সিলেটে নেওয়া হয়েছে !

২০১৫ মে ২৬ ১৭:২২:১৩
অবশেষে হাতিটিকে সরিয়ে সিলেটে নেওয়া হয়েছে !

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে উন্মত্ত হয়ে আক্রমণ করে তিন জনকে হত্যাকারী সার্কাসের সেই হাতিটিকে সিলেটে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে হাতিটির মালিক ঘটনাস্থালে এসে হাতিটিকে ট্রাকে করে সিলেটে নিয়ে গেছে। শনিবার ভোরে হাতিটি আক্রমণ চালিয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই নারীসহ তিনজনকে হত্যা করে। এর পর থেকে এই পুরুষ হাতিটি গত তিন দিন ধরে মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের একটি বাঁশ বাগানে অবস্থান করছিল। ফলে আতঙ্ক বিরাজ করছিল আটজুরি ইউনিয়নসহ আশপাশের গ্রামেগুলোতে । হাতটিকে সরিয়ে নেওয়ায় স্থানীয়দের মাঝে এখন স্বস্তি ফিরে এসেছে।

মোল্লাহাট থানার ওসি আনম খায়রুল আনাম জানান, সোমবার রাতে হাতিটির মালিক সিলেটের শ্রীমঙ্গল এলকার আব্দুল মতিন মোল্লাহাটে এসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ক্ষতিপূরণ হিসাবে আর্থিক সহায়তা দেন। পরে তিনি তার হাতিটিকে ওই এলাকা থেকে সরিয়ে নেন। ক্ষতিপূরণ হিসাবে নিহত প্রত্যেকের পরিবারকে ৬০ হাজার টাকা ও হামলা চালিয়ে ঘরবাড়ি বিনষ্ট করা ৯টি পরিবারকে ৫ হাজার টাকা টাকা করে দেয়া হয় বলে জানান তিনি। নিহতদের পক্ষে মনোয়ারা বেগমের মেয়ে লিমা আক্তার, কুসুম বিশ্বাসের ছেলে জয়দেব বিশ্বাস ও মিজানুর রহমান ফকিরের ছেলে রবিউল ইসলাম ক্ষতিপূরণের টাকা গ্রহন করেন। পরে রাতেই ট্রাক যোগে হতিটিকে নিয়ে সিলেটের উদ্যেশে রওনা দেন বলে জানায় আব্দুল মতিন ।
হাতিটির মালিক আব্দুল মতিন দাবি করেন, তার এই হাতিটি আগে কখনই এমন আচারণ করেনি। হাতিটি কি কারণে সে এমন আক্রমণ চালায় তা মালিক হাতির মাহুত মো: ফারুকের কাছ থেকে জানতে পেরেছে। মাহুতের বরাদ দিয়ে তিনি জানান, মাহুত মো: ফারুক ২৩ মে হাতিটিকে বাগেরহাটের ফকিরহাটের একটি মেলা থেকে গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। পথে মধুমতি নদীর মোল্লাহাট ব্রিজ পার হবার সময় হাতটি ব্রিজের উপর দিয়ে যেতে অনিহা দেখায়। এক পর্যায়ে তাকে জোর করেও মাহুত ওই ব্রিজের উপর হাতিটিকে তুলতে পরছিল না। এসময় মাহুত ফারুক হাতিকে লাঠি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। এই আঘাতে হাতিটির একটি কানও ফেটে যায় বলে হাতির মালিক আব্দুল মতিন জানান। এর পর শনিবার ভোররাতে হাতিটি শিকল ছিড়ে গোপালগঞ্জ থেকে মধুমতি নদী সাঁতরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চলে আসে। ভোরে হাতিটি উপজেলার গারফা গ্রামে আসলে কিছু দুষ্টু শিশু তাকে বিরক্ত করে। এতে হাতিটি ক্ষিপ্র ও বিরক্ত হয়ে এই হামলা চালায় বলে হাতির মালিক আব্দুল মতিন দাবি করেন।
(একে/পিবি/মে ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test