E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে জনসাধারণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

'আইন শৃঙ্খলার উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে'

২০১৫ মে ২৬ ২২:১১:০৮
'আইন শৃঙ্খলার উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে'

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, এলাকার উন্নয়ন ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, প্রতিটি সমস্যা চিহিৃত করে সেই বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে। আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমান্য ব্যাক্তিবর্গ সহযোগিতা করলে এলাকার অপরাধ প্রবনতা কমে যাবে। আইন শৃঙ্খলার উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে। জকিগঞ্জে বিদ্যুৎ সমস্যা, নদী ভাঙ্গন, সরকারী হাসপাতালে নার্স ও পানি সংকট, শিক্ষা সমস্যা, রাস্তাঘাটের উন্নয়নসহ সকল সমস্যা চিহিৃত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন বক্তার বক্তব্যের জবাবে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম উপরিউক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ। আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, আলতাফ লস্কর, আবু জাফর মো. রায়হান, কবির আহমদ, ফয়েজ আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন, সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস, প্রজিপ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসান, ব্যবসায়ী আব্দুল আহাদ, সাংবাদিক রহমত আলী হেলালী, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নজরুল প্রমুখ।

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম একদিনের এক সফরে সকাল সাড়ে ১১টায় জকিগঞ্জে পৌছে জকিগঞ্জ ইউনিয়নের ই-তথ্য সেবা কেন্দ্র, ২টি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২টি দারিদ্র বিমোচন কর্মসূচি, উপজেলা সদর ও গনিপুর ভূমি অফিস ও জকিগঞ্জ থানা পরিদর্শন করেন।

(এসপি/পিএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test