E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

২০১৫ মে ২৭ ১২:৪২:০৯
কিশোরগঞ্জে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে নকল ওষুধের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ, কাঁচামাল এবং প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব-১৪। এসময় কারখানার মালিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ২ বছরের জেল, ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। মঙ্গলবার মধ্যরাতে শহরের আমলীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে কারখানার মালিক শহিদুল ইসলাম নকল ওষুধ ও বিভিন্ন নামী-দামী কোম্পানির ওষুধ ও প্রসাধনী তৈরি করে বাজারজাত করছে । গোপনে খবর পেয়ে কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম।

অভিযানে, বিভিন্ন নকল ওষুধ, প্রসাধনী, কাঁচামাল ও এসব তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে সেগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতেই ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মো. আবু সাঈদ জানান, সাজাপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(ওএস/পিবি/মে ২৭,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test