E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ

২০১৫ মে ৩১ ২১:০৫:১৬
নলডাঙ্গার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ

নাটোর প্রতিনিধি :আগামী এক মাসের মধ্যে নাটোরের নলডাঙ্গায় চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার মাসিক আইন শৃংখলা সভায় নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই নির্দেশ দেন। একই সাথে এলাকায় গরু চুরি রোধে পুলিশি টহল জোরদারসহ চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনারও নির্দেশ দেওয়া হয়।

নলডাঙ্গা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার আলমঙ্গীর কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, মাদক বিক্রেতা যত শক্তিশালী কিংবা নিজ দলের হলেও তাকে আইনের কাঠগড়ায় আনতে হবে। তা না করা হলে যুব সমাজ মেধা শুণ্য হয়ে ধ্বংস হয়ে যাবে। এসময় গরু চুরি রোধে পুলিশ, রাজনীতিবিদসহ সকলকে সজাগ থাকার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপলো পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, মেয়র আব্বাস আলী নান্নু, ওসি নজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াকুব আলী মন্ডল, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা, পেরৈ আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুস শুকুর, যুবলীগ সভাপতি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান সরদার আফজাল হোসেন, মতিউর রহমান, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুনুর রশীদ, ইউপি সদস্য লোকমান হাকিম প্রমুখ।

(এমআর/এসসি/মে৩১,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test