E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে গৃহবধূর উপর হামলা

২০১৫ জুন ০১ ১৬:২১:২৩
রায়পুরে গৃহবধূর উপর হামলা

রায়পুর( লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে একটি গাছের ডাল ঝুকিপূর্ণভাবে পরে থাকায় তা সরিয়ে নিতে বলাকে কেন্দ্র করে নিরীহ এক গৃহবধূকে পিটিয়ে আহত করার বিচার চাওয়ায় পূণহামলা, চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত সাগরদী গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী হালিমা বেগম (৩০) নামের ওই গৃহবধূ রবিবার  রায়পুর থানায় এ ব্যপারে একটি লিখিত অভিযোগ করেছেন। থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাগরদী গ্রামের জাকির হোসেনের স্ত্রী হালিমা বেগমের পরিবারের সাথে একই এলাকার আলী আকাব্বর বাড়ীর রিয়াজদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক মাস আগে গাছের একটি ডাল হালিমাদের জমির সীমানায় ঝুকিপূর্ণ ভাবে পরে থাকায় তা সরিয়ে নিতে বললে হালিমাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এঘটনার বিচার চেয়ে তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে জেলা গোয়েন্দা শাখা পুলিশ উভয়পক্ষকে ডেকে বিরোধ মীমাংসা করে দেন। এ ঘটনা পুলিশকে জানানোয় প্রতিপক্ষরা গৃহবধূকে পূনহামলা চালালে আবারো তিনি পুলিশের শরণাপন্য হন । পরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে এ ঘটনায় মামলা হলে তা প্রত্যাহারের চাপ দেন প্রতিপক্ষরা। একপর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য গ্রাম্য শালিশ বসলে শালিশদাররা নিরীহ গৃহবধূর ক্ষতিপূরণের নির্দেশ দেন। প্রভাবশালী প্রতিপক্ষরা শালিশি রায় প্রত্যাক্ষান করে গৃহবধূকে মামলা প্রত্যাহার হুমকি ধমকি ও নানাভাবে উত্যক্ত করতে থাকে। রায়পুর থানা পুলিশ আদালতে মামলার প্রতিবেদন দাখিলের জন্য সরেজমিন ঘটনাস্থলে পৌছার খবর পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষরা। ২৪মে রাতে মুখোশ পরা তিন জনের একটি চোরের দল সিধ কেটে হালিমার ঘরে ঢুকে মামলার প্রয়োজনীয় কাগজ স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় একজনকে ঝাপটে ধরে ফেলেন। এসময় প্রতিপক্ষদের একজনকে চিনে ফেলায় হালিমাকে আবারও পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর জখম নিয়ে আবারো তিনি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। ২৫মে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পেলেও অদ্যাবদি কেউ আটক বা গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে রায়পুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, আমি থানায় নতুন এসেছি। বিষয়টি আমার ভল জানা নেই। এসআই সাঈদ বিষয়টি তদন্ত করছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(পিকেআর/পিবি/জুন ০১,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test