E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কক্সবাজারে জব্দকৃত ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

২০১৫ জুন ০২ ১৬:০৮:০৭
কক্সবাজারে জব্দকৃত ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বিভিন্ন সময়ে জব্দকৃত ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের হিলডাউন সার্কিস হাউসে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিগত ৬ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল, ইয়াবা ২ লাখ ৭৫ হাজার ২০৯ পিস, বিদেশি বিয়ার ১ হাজার ১৩৮ ক্যান, বিদেশি মদ ১৫৬ বোতল, চোলাই মদ ১০ লিটার, গাঁজা ১ কেজি ৮৮০ গ্রাম, হেরোইন ৪ মিলিগ্রাম ও ফেনসিডিল ১০৫ বোতল।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার উপ অঞ্চলের সহকারী পরিচালক হুমায়ুন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test