E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

২০১৫ জুন ০৩ ২০:১৮:৩৮
বড়াইগ্রামে প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে (৪৫) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন ভান্ডারদহ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার কাজী মকবুল হোসেন জানান, ভান্ডারদহ গ্রামের দেলোয়ার হোসেন ও প্রতিবেশী জুলফিকার আলী পলুর মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে পলু সীমানা ঘেষে মাটি কেটে বড় ড্রেন করার সময় দেলোয়ার তাতে বাধা দেন। এ সময় তর্ক বিতর্কের এক পর্যায়ে জুলফিকার, তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলে জুলহাস মিলে দেলোয়ার হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জুলফিকার আলী পলুর সঙ্গে বারবার চেষ্টা করেও তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বড়াইগ্রাম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাশিদুল ইসলাম বলেন, তার মাথায় বেশ কয়েকটি মারাত্বক জখম রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


(এমআর/এসসি/জুন ০৩,২০১৫)



পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test