E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

’বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করা হবে’

২০১৫ জুন ০৩ ২০:৪৯:৪৯
’বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করা হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি : এফবিসিসিআই-র নব নির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহম্মদ বলেছেন,  আগামীতে বাংলাদেশের রপ্তানি আয় দ্বিগুণ করা হবে। এ জন্য আমাদের রপ্তানি পণ্যে বৈচিত্র আনতে হবে। নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। আর এ জন্য এফবিসিসিআইকে একটি ইন্টারন্যাশনাল সংগঠন হিসেবে তৈরী করতে হবে।  আমরা সেই চেষ্টা করছি, যাতে আমরা  বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।

আজ বুধবার বিকেলে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই প্রেসিডেন্ট আরো বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যাংকের সুদের হার কমাতে হবে। এটা শতকরা ৯ ভাগে নামিয়ে আনতে হবে। আমি আশা করি বাণিজ্যিক ব্যাংকগুলোর মালিকদের সাথে আলাপ আলোচনা করে আমরা এটা শীঘ্র শতকরা ৯ ভাগে নামিয়ে আনতে সক্ষম হবো। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য আরো প্রসারিত হবে। নতুন নতুন ইন্ড্রাজট্রি গড়ে উঠবে।

তিনি আরো বলেন, এতো দিন আমরা ট্র্যানজিট নিয়ে অনেক বিতর্ক করেছি। প্রাকৃতিকভাবেই বাংলাদেশ হচ্ছে একটি ট্র্যানজিট কান্ট্রি। ট্র্যানজিট দিয়ে আমরা অনেক টাকা আয় করতে পারবো। সারা বিশ্বে অনেক দেশই ট্র্যানজিট দিয়ে অনেক উন্নতি করেছে। আমরা খুশি যে ট্র্যানজিটের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরী হয়েছে। এটা আমাদের দু’দেশের জনগন এবং উন্নয়নের জন্য ভালো। ট্র্যানজিট-ট্র্যানশিপমেন্ট যতো বেশি হবে, আমরা কিছু না কিছু পাবো । শুধু সড়ক-পানি নয়, আমরা গ্যাস ও পাওয়ার ট্র্যানজিট করবো।

অপর এক প্রশ্নের জবাবে আব্দুল মাতলুব আহম্মদ আগামীতে দেশে হরতাল-অবরোধের মতো ধ্বংসা্ক কর্মসূচি হবে না এমন আশা করে বলেন, যারা রাজনীতি করেন, তারা এ ধরনের কর্মসূচি দিতে পারেন না। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক ভাইস-প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, মোঃ হেলাল উদ্দিন, পরিচালক শেখ ফজলে ফাহিমসহ এফবিসিসিআই এর নব-নির্বাচিত পরিচালকবৃন্দ ও গোপালগঞ্জ চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর সমাধী সৌধের পাশে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে নেতৃবৃন্দ যোগ দেন। পরে গোপালগঞ্জ চেম্বার এন্ড কমার্সের পক্ষে এফবিসিসিআইয়ের নক-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।


(এএইচএম/এসসি/জুন ০৩,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test