E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তাড়াশে ৮টি ইউনিয়নের উন্মত্ত বাজেট ঘোষণা

২০১৫ জুন ০৪ ১৭:২৫:৪৬
তাড়াশে ৮টি ইউনিয়নের উন্মত্ত বাজেট ঘোষণা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশ উপজেলা পরিষদসহ ৮টি ইউনিয়নের ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত উন্মত্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  ২৪মে তাড়াশ উপজেলা পরিষদের বাজেটের মধ্যে দিয়ে ইউনিয়ন পর্যায়ের বাজেট অধিবেশন শুরু হয়।

এসব বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার সিরাজগঞ্জের তন্ময় দাস, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হালিম টলষ্টয়, তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, এলজিএসপি ও ইউপিজিপি জেলার ফ্যাসিলিটর মুক্তি চক্রবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ।
তাড়াশ উপজেলা পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণা করেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক। আয় ১ কোটি, ৪১ লক্ষ, ৭৬ হাজার ৭০০ টাকা। ব্যয় ৯৮ লক্ষ ২৫ হাজার ৬২৫ টাকা এবং উদ্বৃত্ত রয়েছে ৪৩ লক্ষ ৫১ হাজার ৭৫ টাকা।
তালম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্বাসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মত্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব বাসুদেব ঘোষ। আয় ১ কোটি ২০ লক্ষ, ৮৫ হাজার ৫৩২ টাকা। ব্যয় ১ কোটি ২০ লক্ষ, ৩৫ হাজার ৫০০ টাকা এবং বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৫০ হাজার ৩২ টাকা।
বারুহাস ইউনিয়নের উন্মত্ত বাজেট অধিবেশনের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা। ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ ইকবাল হোসেন। আয় ১ কোটি ২২ লক্ষ, ৫০ হাজার ৭১৮ টাকা। ব্যয় ১ কোটি ২২ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা এবং উদ্বৃত্ত ২১ হাজার ৪১৮ টাকা।
সগুনা ইউনিয়ন পরিষদের উন্মত্ত বাজেট অধিবেশন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মহরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মত্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আব্দুল ওয়াদুত। আয় ১ কোটি ৪৫ লক্ষ, ২৮হাজার ৮০০ টাকা। ব্যয় ১ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা এবং উদ্বৃত্ত রয়েছে ১০ লক্ষ ৮০ হাজার টাকা।
মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের উন্মত্ত বাজেট অধিবেশন চেয়ারম্যান নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আব্দুল মজিদ। ২০১৫-২০১৬ অর্থ বছরে আয় ১ কোটি, ৭৫ লক্ষ, ৭৪ হাজার ৬৩০ টাকা। ব্যয় ১ কোটি, ৭৪ লক্ষ, ৬ হাজার ৯৭৭ টাকা এবং উদ্বৃত্ত রয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬৫৩ টাকা।
নওগা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উন্মত্ত বাজেট অধিবেশন চেয়ারম্যান খন্দকার আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব সেলিম রেজা ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মত্ত বাজেট ঘোষণা করেন। আয় ২কোটি ৩০লক্ষ, ৫০ হাজার ৪০০ টাকা। ব্যয় ২কোটি, ৩০লক্ষ, ৪ হাজার ৪০০ টাকা এবং উদ্বৃত্ত ৪৬ হাজার টাকা।
তাড়াশ সদর ইউনিয়নের উন্মত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মত্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আবু সাঈদ সরকার। আয় ১ কোটি ৪১ লক্ষ, ৪২ হাজার ৯৭৫ টাকা। ব্যয় ১ কোটি ৪২ লক্ষ ৪১ হাজার ৬২৫ টাকা এবং বাজেটে ঘারতি রয়েছে ৯৮হাজার ৬৫০ টাকা প্রায়।
মাধাইনগর ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। উন্মত্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ আব্দুল করিম। আয় ১ কোটি, ৫১ লাখ, ৫২ হাজার ৩০০ টাকা। ব্যয় ১ কোটি, ৫০লাখ ৭৯ হাজার, ১৬০ টাকা এবং উদ্বৃত্ত রয়েছে ৭৩ হাজার ১৪০ টাকা।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মত্ত বাজেট অধিবেশন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব ফরিদুল ইসলাম উক্ত অর্থ বছরের উন্মত্ত বাজেট ঘোষণা করেন। আয় ১ কোটি, ৫৮ লক্ষ, ৩০ হাজার ৬৯৪ টাকা। ব্যয় ১ কোটি, ৫৬ লক্ষ ৯১ হাজার ৮১৯ টাকা এবং উদ্বৃত্ত রয়েছে ১ লক্ষ, ৩৮ হাজার ৮৭৫ টাকা।
(এমএমএইচ/পিবি/জুন ০৪,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test