E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরের মাধনগর স্টেশনে নাশকতার চেষ্টা !

২০১৫ জুন ০৫ ২০:৩০:৩২
নাটোরের মাধনগর স্টেশনে নাশকতার চেষ্টা !

নাটোর প্রতিনিধি :রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নাটোরের মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাশকতার চেষ্টা করা হয়েছে। কিন্তু চালকের দক্ষতার কারনে ট্রেনটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে নিলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দ্রুতবেগে ননস্টপ নাটোরের মাধনগর স্টেশন অতিক্রম করছিল। এসময় কতিপয় দুর্বৃত্ত স্টেশনের পয়েন্টসম্যান আবু রায়হানের কাছে থেকে সিগনালের জন্য ব্যবহৃত লাইন ক্লিয়ার’(গোলা) কেড়ে নিয়ে দুরে ছুড়ে ফেলে দিয়ে সটকে পড়ে।

এসময় লাইন ক্লিয়ার না পেয়ে ট্রেনের পরিচালক ইমাম হাসান তার দক্ষতায় ট্রেনটিকে থামিয়ে দেয়। আচমকা ট্রেনটি ঝাঁকুনি খেয়ে থেমে পড়ায় যাত্রিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। দ্রুতবেগে ট্রেনটি আচমকা দাঁড়িয়ে পড়ায় যাত্রিদের কয়েকজন ভয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে সামন্য আহত হন। এসময় এলাকাবাসীদের অনেকেই মাধনগর স্টেশনে ছুটে যান দুর্ঘটনার আশংকায়।

পয়েন্টসম্যান আবু রায়হান জানান,প্রতিদিনের মত তিনি তার নির্ধারিত স্থানে লাইন ক্লিয়ার’(গোলা) নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে হঠাৎ করে এক যুবক দৌড়ে এসে তার হাত থেকে লাইন ক্লিয়ার’(গোলা) কেড়ে নিয়ে দুরে ছুড়ে ফেলে দিয়ে চলে যায়। ওই যুবককে তিনি চেনেননা।

স্থানীয় বাসিন্দা নলডাঙ্গা নাজমুল হক কলেজের শিক্ষক মামুনুর রশীদ তারা জানান, ঘটনার সময় তিনি মাধনগর রেল স্টেশন প্লাটফরম সংলগ্ন বাজারে বসে ছিলেন। আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দ্রুতবেগে প্লাটফরম অতিক্রম করছিল। ঠিক ওই সময় হঠাৎ বিকট শব্দ করে ট্রেনটি থেমে পড়ে। এসময় ট্রেন যাত্রিদের চিৎকার চেঁচামেচি শুনে উপস্থিত অনেকেই সেখানে ছুটে গিয়ে জানতে পারি সেকেন নামে কতিপয় দুর্বৃত্ত লাইন্সম্যানের কাছে থাকা লাইন ক্লিয়ার’(গোলা) কেড়ে ছুড়ে ফেলে দেওয়ায় ট্রেনটি লাইন ক্লিয়ার না পেয়ে থেমে যায়।


মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মোমিন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি নাশকতা বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলের উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা সহ সান্তাহার রেলওয়ে থানায় তাৎক্ষনিকভাবে মৌখিক অভিযোগ করা হয়।
নাটোর রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোলা কেড়ে নেওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। নাশকতার উদ্যেশ্যেই এমনটি করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সন্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইকবাল জানান,এবিষয়ে কোন অভিযোগ তিনি পাননি। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(এমআর/এসসি/জুন০৬,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test