E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোসাইরহাটে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

২০১৫ জুন ০৯ ১৭:৫৯:৫২
গোসাইরহাটে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাটের চরজালালপুর টেকপাড় মেঘনার শাখা নদী থেকে মঙ্গলবার দুপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ। দুইদিন আগে গৃহবধুটিকে তার স্বামী ও তার অপর তিন সহযোগি মিলে বেড়াতে যাওয়ার কথা বলে গণধর্ষণের পর হত্যা করে ধারালো অস্ত্র দিয়ে পেট কেটে নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের জালাল সরদারের ছেলে আব্দুল কাদের প্রায় তিন মাস আগে ঢাকায় এক পোশাক তৈরির কারখানায় কাজ করার সময় কুড়িগ্রামের বাসিন্দা তার এক সহকর্মী রিনা আক্তারের সাথে মন দেয়া নেয়ার এক পর্যায়ে বিয়ে করে। বিয়ের পরে চাকুরী ছেড়ে কাদের রিনাকে নিয়ে বাড়ি চলে আসে।

বিয়ের সময় রিনার বাবা কাদেরকে ৭০ হাজার টাকা যৌতুক দেন। যৌতুকের টাকা শেষ হলে কাদের ভাড়ায় চালিত মোটর সাইকেলে যাত্রী বহনের কাজ শুরু করে। এরপর নিজে মোটর সাইকেল ক্রয় করার জন্য রিনার বাবার থেকে আরো টাকা আনার জন্য রিনাকে চাপ দিতে থাকে কাদের। কিন্তু রিনার বাবা টাকা যোগার করতে না পারায় নিজ বাড়ি থেকে কিছু দিন আগে কাদের রিনাকে নিয়ে গোসাইরহাট উপজেলার চরজালালপুর আশ্রয়ন প্রকল্পে তার খালু মোহন সরদারের বাড়িতে আসে। এখানে এসেও রিনার উপর অমানবিক নির্যাতন চালায় কাদের।

চরজালালপুর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, আশ্রয়নের বাসিন্দারা একজন নারীর উপর নির্যাতন বন্ধে মোহন সরদারকে চাপ দিলে গত রবিবার রাতে কাদের তার তিন বন্ধু মাসুদ, শামীম ও রুবেল সরদারকে সাথে নিয়ে নিজ স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে আশ্রয়নের পাশে জালালপুর মোস্তফা ঢালীর কান্দি গ্রামের শেফায়েত মাঝির বাড়ির পাশে একটি পাটক্ষেতে নিয়ে রাতভর বন্ধুদের নিয়ে নিজ স্ত্রীকে গণধর্ষণ করে। এরপর আর রিনা আক্তারের খোঁজ পাওয়া যায়নি। ।

মঙ্গলবার দুপুরে স্থানীয় টেকপাড় বাজারের কাছে মেঘনার শাখা নদীতে এক মহিলার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ গিয়ে রিনার মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

গাসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কাদেরের সহযোগি রুবেল সরদার ও কাদেরের বাবা জালাল সরদারকে আটক করা হয়েছে। রিনার মা বাবার নাম পরিচয় এখনো জানা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। কাদের ও তার অপর দুই সহযোগিকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

(কেএনআই/এএস/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test