E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়ায় গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব

২০১৫ জুন ১০ ১৫:২২:৩৩
কোটালীপাড়ায় গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব ও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবছরও কোটালীপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী কালকিনি, রাজৈর, আগৈলঝাড়া, উজিরপুর উপজেলা থেকে হাজার হাজার পাগল ভক্তরা ঢাক-ঢোল, কাশি, ঢাংকা, বাজিয়ে এ বার্ষিক মহোৎসবে মিলিত হয়।

সারাদিন ব্যাপি চলে হরিনাম অবিরাম ও আগত পাগল ভক্তদের মাঝে পাগলের প্রসাদ বিতরণ। ১ কিলোমিটার জুড়ে বিভিন্ন দোকান নিয়ে বসেছে এ কুম্ভ মেলা। নারিকেলবাড়ী গনেশ পাগল সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ বৈদ্য বলেন, এ অনুষ্ঠানে এ বছর বিগত বছরের চেয়ে পাগল ভক্তদের সমাগম বেশী হয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার কবিগানের মধ্যে দিয়ে এ বার্ষিক মহোৎসব ও কুম্ভ মেলার সমাপ্তী ঘটবে।
(এমএইচএম/পিবি/জুন ১০,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test