E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজেট বঞ্চিত বরিশালবাসী

২০১৫ জুন ১৪ ১৭:১২:১১
বাজেট বঞ্চিত বরিশালবাসী

বরিশাল প্রতিনিধি : এবারের বাজেটে বঞ্চিত রয়ে গেছেন বরিশালবাসী। সদ্য ঘোষিত বাজেটে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থমন্ত্রী তুলে ধরলেও এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এক ডজন দাবির ক্ষেত্রে কোন বরাদ্দ রাখা হয়নি। এরমধ্যে উল্লেখযোগ্য হল-রেল লাইন স্থাপন, কুয়াকাটা পর্যটন জোন, গ্যাস সরবরাহ, ইকোনোমিক জোনসহ ১০/১২টি প্রকল্প। ফলে দখিণের মানুষের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। বাজেটে বরাদ্দ না রাখায় ক্ষুব্ধ হয়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতি সপ্তাহেই সরকারকে অবহিত করতে এ অঞ্চলের জনপ্রতিনিধিদের নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দরা।

সূত্রমতে, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বরিশালের জনগণের আশার প্রতিফলন ঘটেনি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের তুলে ধরা নানা দাবির অনেকটাই বাজেটে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। কিন্তু এর কোনটার বিপরীতেই অর্থ বরাদ্দ দেয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনও করেছেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আগামী ৩০ জুন বাজেট পাশ হওয়ার আগেই এসব জনগুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দের দাবি করেছেন।
সূত্রে আরও জানা গেছে, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল লাইন স্থাপন, কুয়াকাটাকে পর্যটন জোনে উন্নতি, ভোলার গ্যাস বরিশালে সম্প্রসারণ, পায়রা সমুদ্র বন্দর উন্নতিকরণ, ইকোনোমিক জোন স্থাপন, পটুয়াখালী মেডিকেল কলেজ স্থাপন, উপকূলীয় অঞ্চলে বহুমুখী আশ্রায়ন প্রকল্প, আড়িয়াল খাঁ নদীর উপর (মীরগঞ্জ-মুলাদী) সেতু নির্মাণ, কচা নদীর উপর (বেকুটিয়া-পিরোজপুর) সেতু নির্মাণ, ইপিজেড স্থাপন, জাহাজ নির্মাণ শিল্প (রাঙ্গাবালী ও পাথরঘাটা) গড়ে তোলা, বরিশাল বিমানবন্দর সম্প্রসারণ, বিসিক শিল্প নগরীর উন্নয়নসহ নানাখাতে অর্থ বরাদ্দ পাওয়া। এরমধ্যে রেললাইন স্থাপনের বিষয়ে সংসদে রেলমন্ত্রী উত্থাপনও করেন। বরিশালবাসী এনিয়ে আন্দোলনও করে যাচ্ছেন। অথচ বাজেটে এখাতে অর্থ বরাদ্দ নেই। গত বছর প্রধানমন্ত্রী পটুয়াখালী মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেও বাজেটে তাতে বরাদ্দ রাখা হয়নি। কচা নদীতে সেতু, গ্যাস সংযোগ, জাহাজ নির্মাণ শিল্প নির্মাণের বিষয় অর্থমন্ত্রী বাজেটে আলোচনা করলেও অর্থ বরাদ্দ দেয়া হয়নি। কুয়াকাটার মাস্টার প্লান সম্পন্ন হলেও অর্থ রাখা হয়নি বাজেটে।
এ ব্যাপারে ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির আহবায়ক সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ বলেন, চলতি সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জনগণের দাবিগুলো তুলে ধরা হবে। এ অঞ্চলের এমপি, এমনকি মন্ত্রীদেরও ওই সংবাদ সম্মেলনে রাখার চেষ্টা চলছে। দক্ষিণ বঙ্গ রেলপথ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর কাঙ্খিত প্রকল্পে অর্থ বরাদ্দ নেই। পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে, কথা ছিল তা দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত যাবে। কিন্তু এ খাতে অর্থ বরাদ্দই রাখা হয়নি। বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, বরিশালবাসীর আশা আকাঙ্খা পূরণ করতে দীর্ঘদিনের দাবিগুলোতে বাজেটে বরাদ্দ রাখা দরকার। জনগণের চাহিদার সাথে সমন্বয় করেই চলতি বাজেট পাশ করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করেন।
(টিবি/পিবি/জুন ১৪,২০১৫)


পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test