E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ শহরকে পরিচ্ছন্ন গড়ে তুলতে র‌্যালি

২০১৫ জুন ১৮ ১৩:৪৩:৫৮
গোপালগঞ্জ শহরকে পরিচ্ছন্ন গড়ে তুলতে র‌্যালি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তুলতে সামাজিক সংগঠন ‘জাগো মানবসেবায়’-এর উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বর্নাঢ্য র‌্যালি ও শহর পরিস্কার-পরিচ্ছন্ন কাজের মধ্য দিয়ে সংগঠনটি তাদের যাত্রা শুরু করেছে। নানা ধরনের শ্লোগান সম্বলিত ব্যানার,ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন এ কর্মসূচীতে যোগ দেয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয় । র‌্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। র‌্যালি শেষে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনাও পরিস্কার করা হয়।
এর আগে র‌্যালি ও শহর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন ডিডিএলজি এ এন এম মঈনুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা কাজী লিয়াকত আলি লেকু, আকরামুজ্জামান আক্রাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবুর উদ্যোগে এ সংগঠনটি সামাজিক এসব কাজ করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে। ৫১ সদস্য নিয়ে গঠিত এ সংগঠনের কাজ হবে জেলা শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন করে বাসযোগ্য করে গড়ে তোলা, মাদকমুক্ত সমাজ গড়া, ফরমালিন মুক্ত বাজার, দূষণমুক্ত পরিবেশ এবং আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান।
(এমএইচএম/পিবি/জুন ১৮,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test