E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলিতে ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

২০১৫ জুন ২০ ১৪:৪০:৫১
হিলিতে ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তের বড়চড়া মাঠ থেকে ভারতীয় ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

শনিবার সকাল সাড়ে ৬টায় চোরাচালানের মাধ্যমে আনা এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আনোয়ার হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্তের বড়চড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাস্টিকের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে ৪৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো ধ্বংস করতে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নে জমা রাখার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(ওএস/পিবি/জুন ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test