E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০১৫ জুন ২৭ ১৩:৩৯:২২
তাড়াশে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  তাড়াশে ২দিন ব্যাপি প্রতিবন্ধী শিশু, গর্ভবতী মা এবং শিশু পরিচর্যা নিয়ে প্রতিবন্ধিতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক।

শনিবার তাড়াশ পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় পরিবর্তনের পরিচালক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ মনোয়ারা খাতুন মিনি, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন।

বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, আব্দুল বারী খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন, পরিবর্তন সংস্থার পরিচালক আবদুর রাজজাক রাজু। অনুষ্ঠান সঞ্চালন করেন পরিবর্তন ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা। ২দিন ব্যাপি প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ বিউটি রাজ, পরিবর্তন সংস্থার সিএইচডিআরপি মোঃ শহিদুল ইসলাম ও রোকসানা খাতুন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় পরিবর্তন সংস্থার আয়োজনে ২দিন ব্যাপী প্রশিক্ষণে শিক্ষক, ছাত্রছাত্রী, ইমাম, প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী সম্প্রদায়ের নেতা, প্রতিবন্ধী সংগঠনের নেত্রীবৃন্দ, কিশোরী ক্লাবের শিক্ষার্থী, বেসরকারী সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, গ্রাম্য মাতব্বর, গ্রাম্য ডাক্তার অংশগ্রহণ করেন। #

(এমএমএইচ/এসসি/জুন২৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test