E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় অবিরাম বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে

২০১৫ জুন ২৮ ১০:৫৯:২৮
কুষ্টিয়ায় অবিরাম বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পাঁচদিনের অবিরাম বৃষ্টিতে মানুষের জনদুর্ভোগ চরমে উঠেছে। অবিরামভাবে মুষলধারার বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে। শহর এবং শহরতলীর অধিকাংশ এলাকার সড়ক এবং বাড়ি ঘরে পানি উঠেছে। পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

নদীকুলবর্তি এলাকার বাড়ি ঘরে পানি উঠেছে। জেলার বিভিন্ন এলাকার মানুষের কাচা মাটির বাড়ি ভেঙ্গে পড়েছে। বাগানের সবজি এবং পানের বরজের ব্যাপক ক্ষতিসাধনের আশংকা করছে কৃষকেরা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মরিচ চাষীরা। এই অবিরাম বৃষ্টিতে জেলার অধিকাংশ মরিচের গাছ নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে।

আজ রবিবার সকালে কুষ্টিয়ার বাজারগুলোতে কাচা মরিচের পাইকারী দাম রয়েছে কেজি প্রতি ৪৫/৫০ টাকা আর খুচরা বাজারে ৭০/৮০টাকা কেজি। সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে পদ্মা ও গড়াই নদীর মাছের সমারোহ বেড়েছে।

অবিরাম বৃষ্টির কারনে দিন মজুর ও নির্মান শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ৬ রাস্তা মোড়ে এসে কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
এদিকে ঈদ উপলক্ষে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃষ্টির কারনে ব্যবসা বন্ধ রেখে পুঁজি ভাঙ্গিয়ে খাচ্ছে।

(কেকে/এসসি/জুন২৮,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test