E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ২

২০১৫ জুন ৩০ ২১:৪২:১৮
দিনাজপুরে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে চোরাকারবারীদের সাথে বিজিবি’র সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন।

এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় বিজিবি’র সদস্যসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশনে রূপসা আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে বিজিবি ভারতীয় কাপড় আটক করে। এ সময় বিজিবি’র সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে ভারতীয় কাপড় নিয়ে আসে।

পরে চোরাকারবারীরা একত্রিত হয়ে বিজিবি সদস্যদের উপর হামলা করে ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এক সময়ে বিজিবি’র এক সদস্যকে ধরে নিয়ে যায় চোরাকারবারীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি’র সদস্যরা চোরাচালানীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে শাহীন (২৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সুলতান (৩০) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী বিরামপুর উপজেলার কলাবাগান নামক এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, বিজিবি’র গুলিতে ২ জন নিহত হয়েছে। তাদের লাশ বিরামপুর হাসপাতালে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

দিনাজপুর-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কুরবান আলী জানান, চোরাচালানীর কাপড় ধরে নিয়ে আসার সময় বিজিবি’র উপর হামলা করে চোরাচালানীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি’র সদস্যরা গুলি করে।

(এটি/পিএস/জুন ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test