E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, হোটেল ভাংচুর

২০১৫ জুলাই ০২ ২১:৪৫:৪২
দিনাজপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, হোটেল ভাংচুর

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর শহরের চকবাজারে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের সদস্যরা ককটেল বিস্ফোরণ করে এই ডাকাতি করে। এ সময় বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছে।

এদিকে ডাকাতদলের সদস্যরা ডাকাতি করে পালানোর সময় জনতার বাধার মুখে একটি আবাসিক হোটেলের ২টি ভবনে ঢুকে পড়ে। এ সময় উত্তেজিত জনতার সাথে ডাকাতদলের সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ও হোটেল থেকে ডাকাত সদস্যদের বের করে দেয়ার দাবিতে আবাসিক হোটেলে ভাংচুর চালায়। পরে শতশত জনতা ওই হোটেলটি ঘিরে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার ইফতারের ২মিনিট আগে একটি মাইক্রোবাসযোগে একদল ডাকাত চকবাজার এলাকায় জড়োয়া ঘর নামক স্বর্ণের দোকানে মুখোশ পরে প্রবেশ করে। এ সময় তারা দোকানে ৩টি ও বাইরে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। বাধা দিতে গেলে দোকানের ২ জন কর্মচারীসহ ৩ জনকে ছুরিকাঘাত করে আহত করে ডাকাতদলের সদস্যরা।

ঘটনার সময় এলাকাবাসী ডাকাতদলের সদস্যদের ধাওয়া দিলে তারা দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকজন ডাকাত সদস্য পালানোর পথ না পেয়ে ওই এলাকায় মৃগয়া নামে এক আবাসিক হোটেলে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী ওই আবাসিক হোটেলটি ঘিরে রাখলে ডাকাতদলের সদস্য ও জনতার মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। রাত সাড়ে ৮ টা থেকে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা হোটেলটিতে তল্লাসি শুরু করেছে।
তবে ওই দোকান থেকে কি পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা জানাতে চাননি দোকানের কেউই। এলাকাবাসী জানিয়েছে, ডাকাতদলের সদস্যরা ঘটনার সময় কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। পরে পালানোর সময় তারা ককটেল ভর্তি একটি ব্যাগ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।


(এটি/এসসি/জুলাই০২,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test