E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে’

২০১৫ জুলাই ০৪ ১২:৪২:১৮
‘২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে’

বড়লেখা প্রতিনিধি : দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শীতায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগেই আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মিশন নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।’

শুক্রবার বিকালে বড়লেখার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দোগে আয়োজিত ইফতার মাহফিলে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন আজমলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংবর্ধনা সভার শুরুতেই তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহিদুল মজিদ নিকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সিলেট মহানগন স্বেচ্চাসেবকলীগের সভাপতি শেখ মখলু মিয়া, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান মোঃ সুয়েব আহমদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিপুল কান্তি দাস, আতাউর রহমান শামীম, ফরহাদ আহমদ, তারেক আহমদ সহ সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(এলএস/এসএফকে/জুলাই ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test