E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চা শ্রমিক পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

২০১৫ জুলাই ১৪ ১৬:১৭:০৩
চা শ্রমিক পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি:জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এম.পি বলেছেন, ‘দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এক সময় যারা আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিল, অর্থনীতির সফলতায় তারাই বাহবা দিচ্ছে। চা শ্রমিক সহ বিভিন্ন উৎসবে সরকার দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা সহ নানা ভাতা দিয়ে জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনাতয়নে রশিদাবাদ ও কেরামতনগর চা বাগানের ১৬৩টি চা শ্রমিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রতিটি পরিবারের মাঝে ৪৫ কেজি চাল, ১৫কেজি আটা, ১৫ কেজি আলু, ৬ কেজি ডাল, ৬লিটার সয়াবিন তৈল ,৬টি সাবান , ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরবিন্দু সেন গুপ্তের পরিচালনায় অুনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ প্রণয় কুমার দে, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সুনাম উদ্দিন প্রমুখ।

পরে পৃথক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এম.পি জুড়ী উপজেলার রত্না চা বাগানের ৮০টি চা শ্রমিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ করেন।


(এলএস/এসসি/জুলাই১৪,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test