E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমিদার বাড়ি দখলে মরিয়া প্রভাবশালী চক্র !

২০১৫ জুলাই ১৫ ১৪:১০:৩৯
জমিদার বাড়ি দখলে মরিয়া প্রভাবশালী চক্র !

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৩শ বছরের ঐতিহ্যবাহী দালালবাজারের জমিদার বাড়ি দখলে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল জোর তৎপরতা শুরু করেছে অভিযোগ উঠেছে। ওই চক্রটি গত সোমবার বিকালে সরকার ও জেলা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে নাটকীয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বলেও স্থানীয় জানান।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দালাল বাজারের স্থাপিত অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় প্রশাসনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে কয়েকটি বসত বাড়ি ভাংচুর ও মালামাল লুটপাটের ভুয়া অভিযোগ তুলে নাটকীয় সংবাদ সন্মেলনের মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে এসব প্রতারণার আশ্রয় নেয় দখলদার ভুমি দস্যুরা। এ নিয়ে গত ক’দিন থেকে জেলা প্রশাসনের সাথে উচ্ছেদকৃত অবৈধ দখলাদার ১৮টি পরিবার সাথে চরম দ্বন্ধ চলছে। তবে সংবাদ সম্মেলনে দখলদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান। এ সময় ওই জমি দখদার আবু তাহের মুন্সি, আলী হায়দার, মোশাররফ হায়দার চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও শাহানারা পারভীনসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে ১৯৬৫ সাল থেকে ১৮টি পরিবার ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি দালাল বাজারের জমিদার বাড়ির ঐতিহ্য রক্ষার্থে এবং এখানে সরকারি স্থাপনা তৈরিসহ পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের নির্দেশে জেলা প্রশাসন অবৈধ দখলদার (১৮টি পরিবারকে) উচ্ছেদসহ কোটি কোটি টাকা মূল্যের প্রায় ১৬ একরের সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেন। এতে লিঠন হাজারীসহ স্থানীয় একটি প্রবাবশালী মহল দখল উচ্ছেদ ঠেকাতে নানা মুখি তৎপরতা ও প্রশাসনের কর্তাব্যক্তিদের উপর ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং বিভ্রান্তি ছড়ায় বলে অভিযোগ করেন জেলা প্রশাসক জিল্লুর রহিম চৌধুরী।

(এমআরএস/এএস/জুলাই ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test