E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরের  ছয় শতাধিক পরিবারের আজ ঈদ

২০১৫ জুলাই ১৭ ১১:৪৫:০১
লক্ষ্মীপুরের  ছয় শতাধিক পরিবারের আজ ঈদ

লক্ষ্মীপুর প্রতিনিধি :সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ও কাঞ্চনপুর ইউনিয়নের ৭ টি গ্রাম এবং রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ছয়শতাধিক পরিবার একদিন আগে আজ শুক্রবার (১৭ জুলাই) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এ সব গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসলি¬ পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়নের পূর্ব বিঘা, নোয়াগাঁও, জয়পুরা ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা,বিশুয়া ও দক্ষিণ পূর্ব নোয়াগাঁও গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবার ওই এলাকার মাওলান নেছার আহমদের নেতৃত্বে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোযা ও ঈদ উদযাপন করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন মাহাবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ইউনিয়নের ৪ টি ইউনিয়নের ২ শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে। সকাল দশটায় বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে স্থানীয়রা ঈদ উদযাপনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছে।

একই ইউনিয়নের ১ থেকে ৩ নং ওয়ার্ড ইউপি মেম্বার মাসুম বেবী সকালে মোবাইলে জানান, তার এলাকার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও নূরানী মাদ্রাসায় সকাল দশটায় ঈদ ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওই জামায়াত পরিচালনা করেন, মাওলানা নেছার আহমদ।

অপর দিকে একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম আবদুর করিম খাঁন জানিয়েছেন, এই ইউনিয়নের বিঘা, বিশুয়াসহ ৩ ইউনিয়নের শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছে।

রায়পুর উপজেলার কলাকোপা বাজারের তালিমুল কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদুল আযহার বড় জামায়াত সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আনোয়ার আহমদ তিনি বলেন, ইসহাক (র:) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

কলাকোপা গ্রামের ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ আলাউদ্দিন মুন্সি জানান, শুক্রবার সৌদি আরবে রমজানের ঈদ তাই আমরাও একইসঙ্গে রোজা ভেঙ্গে ঈদ করি। কেননা কোরআনের আইনসব মুসলমানদের জন্য সমান। তাই আমরা কোরআনের নিয়ম অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করছি।


(এমআরএস/এসসি/জুলাই১৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test